২৫ ডিসেম্বর কি যিশুর জন্মদিন? - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

২৫ ডিসেম্বর কি যিশুর জন্মদিন?

২৫ ডিসেম্বর কি যিশুর জন্মদিন?-aajkaal.in

JESUS141215 
aajkaal.in
পায়েল সামন্ত:২৫ ডিসেম্বর মানেই শীতের আমেজ আর ক্যালেন্ডারে লালকালি৷‌ একটা লম্বা ছুটির প্রত্যাশায় সারাটা বছর গাঁট গোনা৷‌ সে ছুটিতে নিক্কো পার্ক হতে পারে আবার কাশ্মীরও হতে পারে৷‌ থ্যাঙ্কস টু জেসাস ক্রাইস্ট৷‌ তিনি এমন ঠান্ডা ঠান্ডা ২৫ ডিসেম্বরে জন্মেছিলেন বলেই না আমাদের শীতের ছুটিটা মঞ্জুর হল! ভাবুন তো, তিনি বর্ষাকালে জন্মেছেন বা প্রখর গরমে৷‌ বাপরে! কি ভয়ানক হত তাহলে! নিক্কো পার্ক বা কাশ্মীর কোনওটাই হতে পারত না আর! ভাবছেন, খামোখা এসব বলার মানেটা কী? কথাটা তো ‘মাসির যদি গোঁফ গজাত, তাহলে তিনি মেসো হতেন’ ধরনের হয়ে গেলক্ক আঁ:েজ্ঞ না! তৈরি থাকুন, হঠাৎ করে শুনতে হতে পারে, ২৫ ডিসেম্বরের ছুটি বাতিল! যিশুর জন্মটাই নাকি ২৫ ডিসেম্বর হয়নি৷‌ কথাটা শোনা যাচ্ছে! উড়ো খবর নয় একদমই! স্বয়ং পোপের নাম জড়িয়ে ব্যাপারটায়৷‌ এরপরেও কী অবিশ্বাস করবেন? বইয়ের নাম ‘জেসাস অফ নাজারাথ: দ্য ইন‍্ফ্যান্সি ন্যারেটিভ‍্স’৷‌ বেরিয়েছে ২০১২-তে৷‌ লেখক পোপ ষোড়শ বেনেডি’ ৷‌ তা থেকেই নাকি সেই বহু পুরনো বিতর্কের অবতারণা! যিশুর জন্ম নিয়ে অনেকদিন আগে থেকেই শোনা গিয়েছিল কিছু বিতর্কিত তথ্য৷‌ খোদ ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ সেটাকে উস্কে দিলেন মাত্র৷‌ খুলেই বলি তাহলে৷‌ ডেনিস দ্য স্মল যিশু খ্রিস্টের জন্মের সাল গণনায় নাকি ভুল করেছেন! কে এই ডেনিস দ্য স্মল? তিনি যিশুর জন্মের
সময়কে শুরু ধরে তৈরি করেছিলেন খ্রিস্টিয় ক্যালেন্ডার! যেখানে যিশুর জন্মের তারিখটাই ভুলক্ক সেই ভুলের ফলেই আমরা ২৫ ডিসেম্বর স্কুল কলেজের ভাবনা ঝেড়ে পিকনিক মুডে থাকি৷‌ শুধু তিনি কেন, অনেক ঐতিহাসিক মনে করেন সপ্তম থেকে দ্বিতীয় খিস্টাব্দের মধ্যে কোনও একটা সময়ে যিশুর জন্ম৷‌ এর সপক্ষে নাকি প্রমাণও নেই! বাইবেল ঘেঁটেও যে আপনি খুঁজে বের করবেন, তারও উপায় নেই! বাইবেলে তো এসবের উল্লেখই নেই! পোপ মনে করেন, মানে অনেক বিজ্ঞজনই মনে করেন, যিশু জন্মেছিলেন রাজা হেরডের আমলে৷‌ মানে প্রথম শতাব্দীতে৷‌ ডেনিস তাহলে ভুল করলেন কেন? ডেনিস নিজেও একটা বিভ্রান্তির মধ্যে ছিলেন৷‌ তাঁর জন্মের অনেক আগে থেকেই মানুষের মধ্যে যিশুর জন্মতারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল৷‌ কাজেই ডেনিসকে লোকমুখে প্রচলিত সাল- তারিখই বিশ্বাস করতে হত৷‌ এক্ষেত্রে ডেনিস এগোলেন ইস্টারের দিনটার দিকে৷‌ হ্যাঁ, ইস্টারের দিনটার ওপর নির্ভর করেই তিনি এগিয়েছিলেন৷‌ আর ইস্টারের দিনটাই যদি ভুল থাকে, ডেনিসের দোষ কোথায়? এখন কথা হচ্ছে, ডেনিস দ্য স্মল এত তারিখ ছেড়ে ২৫ ডিসেম্বরকেই পছন্দ করলেন কেন? এবার বলি জন্মদিন পালনের প্রথাটা কিন্তু খ্রিস্টানদের নয়৷‌ প্রথাটা এসেছে রোমের পৌত্তলিকদের কাছ থেকে৷‌ রোমের পৌত্তলিকদের ক্যালেন্ডারে ২৫ ডিসেম্বর মকর সংক্রান্তি৷‌ সূর্যদেবতা মিথরা-র জন্মদিন উপলক্ষে রোমানরা ২৫ ডিসেম্বর উৎসব পালন করতেন৷‌ এই ছিল ভাবনা৷‌ এটাই পছন্দ হল ডেনিসের৷‌ যিশুর জন্মদিন বেশ উৎসবমুখর হবে, ধারণাটা এখান থেকেই আসে৷‌ অনেকে বলেন, ডেনিস রোমান পৌত্তলিকদের খ্রিস্টধর্মে উৎসাহ যোগানোর জন্যই ২৫ ডিসেম্বরকে বেছে নিয়েছিলেন৷‌ ডেনিস বড়দিন বেছে নেওয়ার আগে খ্রিস্টানরা কিন্তু ৬ জানুয়ারি যিশুর জন্মদিন পালন করতেন৷‌ মানে যিশুর অফিসিয়াল বার্থডে আরও একটা ছিল বৈকি! তাহলে কী বুঝলেন? যিশুর জন্মদিন যে আদতে কোনটা সেটা নিয়ে এখনও বিতর্ক আছে৷‌ তাই ২৫ ডিসেম্বরের মুখ চেয়ে ছুটি জমিয়ে রাখবেন না! এবেলা নিয়ে ফেলুন৷‌ কাল কি হবে বলা তো যায় না– দেখবেন আপনি হয়তো ভবিষ্যতে কোনও ২৫ ডিসেম্বর অফিস করছেন!

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here