আরও বড় যুদ্ধের লক্ষ্যে আসরে নামছে সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। প্রস্তুতি নিচ্ছে আরও বড়সড় হামলার।
তাদের ‘জিহাদি’তে আরও বেশি করে অংশ নেওয়ার জন্য বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন জানাল আইএস।
ওই আবেদন জানিয়েছেন আইএসের সুপ্রিমো আবু বকর আল-বাগদাদি। এক প্রকাশ্য জনসভায়। যার রেকর্ডিং জিহাদি সোশ্যাল মিডিয়ায় চালানো হয়েছে। যেটা লক্ষ্যণীয়, গত মে মাসের পর আইএস সুপ্রিমো আল-বাগদাদিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। শোনা যাচ্ছিল, লাগাতার বিমান-হানায় হয় তাঁর মৃত্যু হয়েছে, না হলে তিনি গুরুতর জখম হয়েছেন।

তবে আইএস যে এখন কিছুটা চাপে রয়েছে, তাঁর প্রকাশ্য ভাষণে তা কবুল করেছেন আল-বাগদাদি। বলেছেন, ‘‘মুসলিমদের যারা বিশ্বাস করে না, তারাই আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। তাই আরও বেশি করে মুসলিমদের আমাদের কর্মকাণ্ডে সামিল হতে হবে।’’
তবে আইএস সুপ্রিমোর ‘রেকর্ডেড’ ভাষণের কোনও অংশে প্যারিস বা সান বার্নার্দিনোর ঘটনার বিন্দুমাত্র উল্লেখ করা হয়নি।