‘সাংবাদিক উৎস হত্যা: নৃশংস ও স্পর্শকাতর’ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

‘সাংবাদিক উৎস হত্যা: নৃশংস ও স্পর্শকাতর’

ডিসি এসপির কাছে স্মারকলিপি
রংপুর ব্যুরো
নতুন বার্তা ডটকম
রংপুর: সাংবাদিক মশিউর রহমান উৎসের হত্যাকাণ্ডটিকে নৃশংস ও স্পর্শকাতর দাবি করে রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেছেন, “খুব কম সময়ের মধ্যেই অভিযুক্তরা ধরা পড়বে। অযথা কেউ হয়রানি হবে না। মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি আমি নিজেই তদারকি করছি।”

সোমবার সংবাদিক উৎসের খুনিদের গ্রেফতার, দৃষ্টাতমুলক শাস্তি ও  সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি গ্রহণ করে পুলিশ সুপার এই আশ্বাস দেন।

সকালে রংপুর প্রেসক্লাব থেকে সম্মিলিতি সাংবাদিক সমাজের ব্যানারে সাংবাদিকরা মৌন মিছিল নিয়ে ডিসি ও এসপি অফিস ঘেরাও করে স্মারকলিপি দেন। ডিসির পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন এডিসি মোস্তাইন বিল্লাহ ও পুলিশ প্রশাসনের পক্ষে এসপি আব্দুর রাজ্জাক।

সম্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক আলী আশরাফের নেতৃত্বে মৌন প্রতিবাদ মিছিলে রংপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি,  টেলিভিশন সাংবাদিক ফোরাম, টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, ডিভিও সাংবাদিক ফোরামসহ রংপুরে কর্মরত দেড় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

স্মারকলিপি গ্রহণ করে এসপি আব্দুর রাজ্জাক বলেন, “এখন পর্যন্ত একজন মহিলাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সবাই মাদকের সঙ্গে সংশ্লিষ্ট। মুল আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। এই হত্যাকাণ্ডটি নৃশংস ও ও স্পর্শকারতর। মামলাটি আমি নিজেই তদারকি করছি।” এ সময় তিনি সাংবাদিকদের নিরাপত্তার জন্য বিশেষ করে রাতের বেলা জরুরি প্রয়োজনে পুলিশ স্কোয়াড দেয়ারও আশ্বাস দেন।
এসপি বলেন, “এই মামলায় অন্যায়ভাবে কেউ হয়রানি হবে না। মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ডিবির চৌকষ দল এটি নিয়ে কাজ করছে। তদন্তের স্বার্থে অনেক বিষয় মিডিয়ায় বলা যাচ্ছে না। খুব কম সময়ের মধ্যেই এই মামলার মোটিভ উৎঘাটন, আসামিদের গ্রেফতার করে আইনে সোপর্দ এবং হত্যাকাণ্ডের কারণ আমরা জানাতে পারবো। যথা সময়ে সেটি আপনাদের আমি জানাবো।

অন্যদিকে ডিসির পক্ষে স্মারকলিপি গ্রহণ করে এডিসি রাজস্ব মোস্তাইন বিল্লাহ জানান, নৃশংসভাবে উৎস হত্যাকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসন মর্মাহত। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ইতোমধ্যেই এ বিষয়ে সর্বোচ্চ পদক্ষেপ নেয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি আইনশৃংখংলাবাহিনীকে। এখানে কারো কোনো গাফলতি আমরা মেনে নিবো না।

স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন সম্মিলিক সাংবাদিক সমাজের আহবায়ক আলী আশরাফ, যুগ্ম আহবায়ক রিপোর্টার্স ক্লাব সেক্রেটারী মোজাফফর হোসেন, মাহিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি বাবলু নাগ, সদস্য সচিব সিটি প্রেস ক্লাব সভাপতি শরিফুজ্জামান বুলু, সদস্য প্রেস ক্লাব সদস্য আব্দুস শাহেদ মন্টু, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুজ্জামান প্রধান, প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি মাহবুব রহমান হাবু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সেক্রেটারি লিয়াকত আলী বাদল, টিভি জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি রফিক সরকার, সাংবাদিক ইউনিয়ন সেক্রেটারি সরকার মাজহারুল মান্নান, রংপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুশান্ত ভৌমিক,. যুগের আলোর বার্তা সম্পাদক আবু তালেব, সহকারী বার্তা সম্পাদক নজরুল মৃধা, সিটি প্রেসক্লাবের সেক্রেটারী শাকিল আহম্মেদ, ফটো জার্নালিস্ট এসোসিশেয়নের সভাপতি জাহিদ হোসেন লুসিত, সেক্রেটারি মমিনুল ইসলাম রিপন, মফস্বল সাংবাদিক ফোরামের জিতু কবির,  ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আলী হায়দার রনিসহ রংপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।

নতুন বার্তা/এসএমএকে

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here