মসজিদের মডেল বসানোকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা অযোধ্যায় - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

মসজিদের মডেল বসানোকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা অযোধ্যায়

ফের সাম্প্রদায়িক উত্তেজনার কালো মেঘ ঘনাচ্ছে ভারতের আকাশে৷ ফের মাথা তুলছে মন্দির-মসজিদ রাজনীতি৷ শিবসেনা যখন রামমন্দির তৈরির দিনক্ষণ ঘোষণা করতে তৎপর হয়েছে, তখনই মন্দির তৈরির জন্য টন টন ওজনের বিশালাকায় বহু পাথর অযোধ্যার করসেবকপুরমে এসে পৌঁছনোয় উত্তেজনার আঁচও বাড়তে শুরু করেছে৷ বুধবার বিতর্কিত কাঠামোর খুব কাছে সংখ্যালঘু অধ্যুষিত কাজিয়ানা এলাকায় বাবরি মসজিদের একটি মডেল বসানোকে ঘিরে উত্তেজনা দেখা দেয়৷ থার্মোকলের তৈরি ওই বড়সড় মডেলটি বসানো হয় সেখানে৷ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ পুলিশ মডেলটি সরাতে গেলে প্রতিবাদ করে স্থানীয় কয়েকটি মুসলিম গোষ্ঠী৷ তাদের বক্তব্য, মন্দির তৈরির জন্য পাথর আমদানি তো বন্ধ করতে পারছে না পুলিশ৷ তাহলে মডেল সরানো হবে কেন? পরে পুলিশ মডেলটি সরিয়ে নিয়ে গিয়ে বাজেয়াপ্ত করলে রামজন্মভূমি থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মুসলিমরা৷ এই ঘটনার জেরে অযোধ্যার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ পুলিশ মোতায়েন করার পাশাপাশি যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে আধা সেনা তৈরি রাখা হয়েছে৷
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন্ প্রান্ত থেকে রামমন্দির তৈরির জন্য কয়েক ট্রাক পাথর অযোধ্যায় এসে পৌঁছতে শুরু করেছে৷ এর মধ্যে রামমন্দির নির্মাণ কার্যশালা প্রকল্পও আরও গতি পেয়েছে৷ এসব ঘটনার জেরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অযোধ্যার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে৷ বিজেপি বিরোধী দলগুলির অভিযোগ, ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে সাম্প্রদায়িক মেরুকরণ ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি ও সঙ্ঘ পরিবার৷ সে কথা মাথায় রেখেই মন্দির তৈরির কাজে গতি আনা হয়েছে৷ যদিও বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য, বিরোধীরা এ নিয়ে অযথা হাওয়া গরম করতে চাইছে৷ মন্দিরের কাজ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই হচ্ছে৷ অন্যদিকে, শিবসেনা তাদের মুখপত্র সামনা'র সম্পাদকীয়তে জানিয়েছে, রামমন্দির তৈরি একটি জাতীয় কাজ এবং রামমন্দির তৈরির দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা করা হবে৷

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here