সাবেক সঙ্গীকে অবশ্যই নগ্ন ছবি মুছে ফেলতে হবে - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

সাবেক সঙ্গীকে অবশ্যই নগ্ন ছবি মুছে ফেলতে হবে


জার্মানি

সাবেক সঙ্গীকে অবশ্যই নগ্ন ছবি মুছে ফেলতে হবে-dw

এখন থেকে জার্মানিতে কারও সঙ্গে ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর যে কেউ তাঁর সাবেক সঙ্গীকে তাঁদের নগ্ন ছবি মুছে ফেলার অনুরোধ করতে পারবে৷ এই অনুরোধের পর সেই সঙ্গীকে অবশ্যই সেটা মানতে হবে৷
গত অক্টোবরে জার্মানির কোবলেন্স শহরের আদালত এই রায় দেয়৷ গত সোমবার (২১ ডিসেম্বর) সেই রায় বহাল রাখার কথা জানায় জার্মানির সর্বোচ্চ আপিল আদালত ‘বুন্ডেসগেরিষ্টসহোফ' (বিজিএইচ)৷
এক নারী তাঁর সাবেক সঙ্গী এক ফটোগ্রাফারের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর, ঐ সঙ্গীকে তাঁর নগ্ন ছবি তোলার অনুমতি দিয়েছিলেন৷ এরপর দু'জনের মধ্যে যৌনমিলনের আগে ও পরে বেশ কিছু ছবি তোলা হয়৷ এছাড়া ঐ নারী নিজেও নিজের নগ্ন ছবি তুলে সেগুলো ঐ ফটোগ্রাফার সঙ্গীকে দিয়েছিলেন৷

Deutschland BGH urteilt im Implantaten Prozess জার্মানির সর্বোচ্চ আপিল আদালত
আদালত বলেছে, যদিও ঐ নারী ছবিগুলো তোলার অনুমতি দিয়েছিলেন, কিন্তু যেহেতু সেগুলো ‘শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য তোলা হয়েছিল, কোথাও প্রকাশ কিংবা প্রচারের জন্য নয়', তাই ছবিগুলো নিজের কাছে রাখার অধিকার নেই ঐ ফটোগ্রাফারের৷ সাবেক সঙ্গীকে নিজেদের নগ্ন ছবি মুছে ফেলতে বাধ্য করার অধিকার নাগরিকদের রয়েছে বলে জানায় বিজিএইচ৷
তবে ঐ ফটোগ্রাফার তাঁর সাবেক সঙ্গীর সব ছবি মুছে ফেলতে বাধ্য হবেন না৷ বিশেষ করে ঘুরতে যাওয়ার সময় পোশাক পরা অবস্থায় যে ছবিগুলো আছে সেগুলো চাইলে রেখে দিতে পারবেন তিনি৷ কারণ আদালত মনে করছে, ঐ ছবিগুলো ‘কম ক্ষতিকর'৷ মুছে ফেলতে হবে এমন ছবির সংজ্ঞাও ঠিক করে দিয়েছে আদালত৷ এগুলো হচ্ছে, সেই ছবিগুলো যেখানে ঐ নারীকে পুরো নগ্ন কিংবা অর্ধনগ্ন দেখাচ্ছে, যে ছবিগুলোতে ঐ নারীর শরীরের গোপন অংশ দেখা যাচ্ছে এবং যৌনমিলনের আগে ও পরের ছবি৷
এই রায়কে স্বাগত জানিয়েছেন জার্মানির আইনজীবীরা৷ তাঁদের একজন ক্রিস্টিয়ান সলমেকে৷ তিনি ব্যক্তিগত অধিকার সম্বলিত আইনগুলো লড়ে থাকেন৷ তিনি বলেন, এই রায়ের ফলে ‘রিভেঞ্জ পর্নো' বিষয়ক মামলাগুলো লড়তেও সহজ হবে৷

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here