ভারতে বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক কষছে জঙ্গিরা।
তার জন্য জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে এ দেশে ঢুকে পড়ার জন্য গোপনে সুড়ঙ্গও বানিয়ে ফেলা হয়েছে।
১০ ফুট গভীর আর ৩০ ফুট লম্বা ওই সুড়ঙ্গের হদিশ মিলেছে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সামান্তের কাছে আরএস পুরায়। বড় বড় ঘাসে ঢাকা ওই সুড়ঙ্গটির কাছেই আল্লা মাই দে কোঠে সেনা-চৌকি। যে সুড়ঙ্গটির শুরু হয়েছে পাকিস্তান সীমান্ত থেকেই।

আরও পড়ুন- দেশদ্রোহী নয় জেএনইউয়ের ছাত্ররা: কানহাইয়া কুমার

সামান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সিনিয়র অফিসার রাকেশ শর্মা জানিয়েছেন, ‘‘সুড়ঙ্গটি যে ভাবে খোঁড়া হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে, আন্তর্জাতিক সীমান্ত বরাবর সন্ত্রাসবাদীরা ওই সুগভীর ও দীর্ঘ সুড়ঙ্গ পথটি ধরে অনুপ্রবেশকারীর ছদ্মবেশে ঢুকে পড়ার ছক কষছে। এ ব্যাপারে তদন্ত করে দেখার জন্য ভারতের তরফে পাকিস্তানকে অনুরোধ জানানো হয়েছে।’’
কী ভাবে ওই সুড়ঙ্গটির হদিশ পেলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা?
বিএসএফের সিনিয়র অফিসার শর্মা জানিয়েছেন, ‘‘ওই এলাকা থেকে যে জঙ্গিদের সম্প্রতি গ্রেফতার করা হয়েছে, তাদের জেরা করেই ওই সুড়ঙ্গটির কথা জানা গিয়েছিল।’’