প্রচন্ড তিন বিস্ফোরণে কেঁপে ওঠে ব্রাসেলস-মৃতের সংখ্যা কমসে কম ছাব্বিস-আহত বহু জন - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

প্রচন্ড তিন বিস্ফোরণে কেঁপে ওঠে ব্রাসেলস-মৃতের সংখ্যা কমসে কম ছাব্বিস-আহত বহু জন


প্রচন্ড তিন বিস্ফোরণে কেঁপে ওঠে ব্রাসেলস-মৃতের সংখ্যা কমসে কম ছাব্বিস-আহত বহু জন-voabangla

আজ মঙ্গলবার ভোরে প্রচন্ড তিন বিস্ফোরণে কেঁপে ওঠে ব্রাসেলস- দু’টি ঘটে বিমানবন্দরে আর একটি বেলজিয়ামের রাজধানী শহরের কেন্দ্রস্থলের মেট্রো স্টেশানে। স্থানীয় সংবাদ মাধ্যম খবরা খবর যাই দিচ্ছে তাতে দেখা যায়- মৃতের সংখ্যা কমসে কম ছাব্বিস-আহত বহু জন।বেলজিয়ামের সকল রেল স্টেশান বন্ধ রাখা হয়েছে এবং প্রধানমন্ত্রী চার্লস মিশেল সাংবাদিকদের বলেছেন- দেশের জন্যে এ মসিলিপ্ত দিন একটি এবং সবার প্রতি তিনি শান্ত থাকবার আহ্বান জানিয়েছেন-সংহতি প্রকাশের অনুরোধ জানিয়েছেন।বেলজিয়ামের এক অভিশংসক বলেছেন- বিমানবন্দরের অন্তত: একটি বিস্ফোরণ ঘটেছে আত্মঘাতি বোমাবাজের হামলায়।স্থানীয় সংবাদ মাধ্যমের খবরাখবরে বলা হচ্ছে- বিস্ফোরণের আগে দিয়ে আরবী ভাষায় চিৎকার ক’রে কাউকে কিছু বলতে শোনা গিয়েছে।

প্যারিস হামলার ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহে সালাহ আব্দেস সালাম গ্রেফতার হওয়ার মাত্রই দিন কয়েকের মধ্যে এ বিস্ফোরণ ঘটলো।
আজ মঙ্গলবার ভোরে প্রচন্ড তিন বিস্ফোরণে কেঁপে ওঠে ব্রাসেলস- দু’টি ঘটে বিমানবন্দরে আর একটি বেলজিয়ামের রাজধানী শহরের কেন্দ্রস্থলের মেট্রো স্টেশানে। স্থানীয় সংবাদ মাধ্যম খবরা খবর যাই দিচ্ছে তাতে দেখা যায়- মৃতের সংখ্যা কমসে কম ছাব্বিস-আহত বহু জন।বেলজিয়ামের সকল রেল স্টেশান বন্ধ রাখা হয়েছে এবং প্রধানমন্ত্রী চার্লস মিশেল সাংবাদিকদের বলেছেন- দেশের জন্যে এ মসিলিপ্ত দিন একটি এবং সবার প্রতি তিনি শান্ত থাকবার আহ্বান জানিয়েছেন-সংহতি প্রকাশের অনুরোধ জানিয়েছেন।বেলজিয়ামের এক অভিশংসক বলেছেন- বিমানবন্দরের অন্তত: একটি বিস্ফোরণ ঘটেছে আত্মঘাতি বোমাবাজের হামলায়।স্থানীয় সংবাদ মাধ্যমের খবরাখবরে বলা হচ্ছে- বিস্ফোরণের আগে দিয়ে আরবী ভাষায় চিৎকার ক’রে কাউকে কিছু বলতে শোনা গিয়েছে।
প্যারিস হামলার ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহে সালাহ আব্দেস সালাম গ্রেফতার হওয়ার মাত্রই দিন কয়েকের মধ্যে এ বিস্ফোরণ ঘটলো।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here