পীরগাছায় ১০ টির মধ্যে ৮টি ভোট কেন্দ্র দখল হতে পারে - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

পীরগাছায় ১০ টির মধ্যে ৮টি ভোট কেন্দ্র দখল হতে পারে

(http://www.natunbarta.com/outside-dhaka/2016/03/21/151308/%E0%A6%AA%E0%A7%80%E0%A6%B0%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9F+%E0%A7%A7%E0%A7%A6+%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0+%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87+%E0%A7%AE%E0%A6%9F%E0%A6%BF+%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F+%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0+%E0%A6%A6%E0%A6%96%E0%A6%B2+%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87+%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87)
রংপুর ব্যুরো
নতুন বার্তা ডটকম
রংপুর: রংপুরের পীরগাছা উপজেলার ১ নং কল্যাণী ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২২ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনের যত দিন ঘনিয়ে আসছে ততই প্রার্থী এবং ভোটারদের মধ্যে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা এবং সাধারণ সদস্যপদ প্রার্থীদের অভিযোগ ১০ টি ভোট কেন্দ্রের মধ্যে ৮ টি ভোট কেন্দ্র দখলে নিতে পরে একটি দলের লোক জন । বিশেষ করে সড়কের কাছাকাছি ভোট কেন্দ্র দখলে চলে যেতে পারেও বেশি। তবে কেউ কেউ আবার বলছেন, নির্বাচন সুষ্ঠভাবে হবে।

 জাপা থেকে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিল সরকার মোবাইলে নতুন বার্তাকে বলেন,হরগোবিন্দ ইবতেদায়ী মাদ্রাসা, তালুক উপাশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবু হাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তৈয়ব ফকিরা ফোরবানিয়া মাদ্রাসা, এই ভোট কেন্দ্র গুলো রাস্তার পাশে হওয়ার কারণে ভোটের দিনে এই সব কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে ব্যালট পেপার ছিনতাই করতে পারেন।


 অপরদিকে বিএনপি এবং জামায়াত মনোনীত প্রার্থী  জিকরুল আমিন নতুন বার্তাকে মোবাইলে বলেন, কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১ নং স্বচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র আওয়ামী লীগের প্রার্থীরা দখলে নিতে পারে।

অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মোঃ নুর আলম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ নজরুল ইসলাম মনে করেন এ ইউনিয়ের কোন ভোট কেন্দ্রের কোনো প্রকার সমস্যা নেই।

এদিকে সংরক্ষিত মহিলা আসনের ৮ প্রার্থীর মধ্যে ৭ জনের সাথে মোবাইলে কথা বলে জানা গেছে, কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় , হরগোবিন্দ ইবতেদায়ী মাদরাসা, ১ নং স্বচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রগুলো দখলে যেতে পারে। তবে কেউ কেউ বলেছেন এখানে কোন সমস্যা হবে না। সাধারণ সদস্য পদপ্রার্থীর ৩৪ জনের মধে ৩০ জনের সাথে মোবাইলে কথা বলে জানা গেছে, তালুক উপাশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় আবু হাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ নং স্বচাষ প্রাথমিক বিদ্যালয়,বিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয় , বড় দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়,তৈয়ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলোর ভোট সুষ্ঠুভাবে নাও হতে পারে।  তবে কোন কোন প্রার্থী বলেন, আমরা আশা রাখি নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

এর মধ্যে  ১ নং স্বচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৈয়ব সরকারি প্রাথমিক বিদ্যালয, কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয় এই ৫ টি ভোট কেন্দ্রের ব্যাপারে একাধিক প্রার্থী বলেছেন এই সব কেন্দ্রে গুলোর সমস্যা হতে পারে ।

উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার এটিএম সেলিম নতুন বার্তাকে বলেন, আমরা শতভাগ  সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য যা করা দরকার তার সবটুকুই করবো। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে বলেছেন। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এদিকে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ আমিনুল ইসলাম নতুন বার্তাকে বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাধারন ভোটাররা বলছেন, দীর্ঘ  ১৪ বছর পরে এ ইউনিয়নে  ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা চাচ্ছি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হউক। আমরা সবাই নিজ নিজ ভোট দিতে চাচ্ছি।

নতুন বার্তা/ওএফএস
 

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here