ইসলামকে টাইম বোমার সঙ্গে তুলনা: বিজেপি এমপির বিরুদ্ধে এফআইআর - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২ মার্চ, ২০১৬

ইসলামকে টাইম বোমার সঙ্গে তুলনা: বিজেপি এমপির বিরুদ্ধে এফআইআর

ইসলামকে টাইম বোমার সঙ্গে তুলনা: বিজেপি এমপির বিরুদ্ধে এফআইআর

অনন্ত কুমার হেগড়ে অনন্ত কুমার হেগড়ে
২ মার্চ (রেডিও তেহরান): মুসলিমদের বিরুদ্ধে তীব্র আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিজেপি সংসদ সদস্য অনন্ত কুমার হেগড়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

(বুধবার) ভারতের গণমাধ্যমে প্রকাশ, বিজেপি’র ওই এমপি রোববার কর্ণাটকের সিরসিতে এক সংবাদ সম্মেলনে সন্ত্রাস প্রসঙ্গে ইসলামকে টাইম বোমার সঙ্গে তুলনা করে বলেছেন, একে শেষ করে দেয়া উচিত। তার দাবি, পৃথিবীতে যতদিন ইসলাম থাকবে ততদিন সন্ত্রাস বন্ধ হবে না।

তিনি বলেন, ভাটকলের মত জায়গায় যদি শান্তি চান তাহলে পৃথিবী থেকে ইসলামকে বিতাড়িত করতে হবে।


অনন্ত হেগড়ে দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়য়ের গ্রেফতার হওয়া ছাত্র ওমর খালিদের বাবার বক্তব্য প্রচার করার জন্য মিডিয়ার বিরুদ্ধে সন্ত্রাসে সহযোগিতা করারও অভিযোগ করেন।

যুব কংগ্রেসের দক্ষিণ কন্নড ইউনিটের ভাইস-প্রেসিডেন্ট লুকমান বটওয়ালের অভিযোগের ভিত্তিতে অনন্ত হেগড়ের বিরুদ্ধে সিরসি থানায় ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (এ) ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। দক্ষিণ কন্নডের কাজী তকা আহমেদ মুসলিয়ার ইসলামবিরোধী বিবৃতি দেয়ার জন্য হেগড়ের বিরুদ্ধে রাজ্য সরকারের কাছে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ইউ টি খাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরকে বিষয়টি আমলে নিয়ে পদক্ষেপ গ্রহণের জন্য বলেছেন।

অন্যদিকে, বিজেপি এমপি’র আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ভাটকালে মুসলিম সংগঠনের পক্ষ থেকে নিন্দা করা হয়েছে। উত্তর কন্নডের পুলিশ সুপারের কাছে এক স্মারকলিপি দিয়ে মজলিশ-ই ইসলাহ ওয়া তানজিমের ভাটকালের সাধারণ সম্পাদক আলতাফ খারুরি বলেন, হেগড়ের বিবৃতি ছিল বিদ্বেষপূর্ণ। এটা আইন শৃঙ্খলা সমস্যা সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে। তিনি যথাযথভাবে এ নিয়ে পুলিশকে তদন্তের আহ্বান জানিয়েছেন। দুনিয়া থেকে ইসলাম নির্মূলকরণের হেগড়ের স্বপ্ন কোনদিনই সফল হবে না বলেও জানিয়েছেন তিনি।#

রেডিও তেহরান/এমএএইচ/এআর/২

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here