উত্তর প্রদেশের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা প্রকাশ্যে আনবে রিহাই মঞ্চ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১২ মার্চ, ২০১৬

উত্তর প্রদেশের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা প্রকাশ্যে আনবে রিহাই মঞ্চ

উত্তর প্রদেশের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা প্রকাশ্যে আনবে রিহাই মঞ্চ

উত্তর প্রদেশের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা প্রকাশ্যে আনবে রিহাই মঞ্চ
 (রেডিও তেহরান): ভারতের উত্তর প্রদেশে (ইউপি) সাম্প্রদায়িক সহিংসতা এবং নিরীহ মুসলিমদের গ্রেফতারের ঘটনাকে প্রকাশ্যে আনবে ‘রিহাই মঞ্চ’ নামে একটি সংগঠন। এ ব্যাপারে আগামী ১৬ মার্চ লখনৌতে সংগঠনটির পক্ষ থেকে ‘জন বিকল্প মার্চ’-এর আয়োজন করা হয়েছে।

কর্মসূচি সফল করতে রিহাই মঞ্চের নেতা শাহনওয়াজ আলম এবং ইনসাফ অভিযানের রাজ্য ভাইস-প্রেসিডেন্ট সেলিম বেগের নেতৃত্বে পশ্চিম উত্তর প্রদেশে জনসংযোগ এবং বৈঠক করা হয়েছে।

রিহাই মঞ্চের রাজ্য নির্বাহী সদস্য অনিল যাদব  (বৃহস্পতিবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘গত বছর ডিসেম্বর মাসে সম্ভলের দীপাসরায় থেকে আসিফ এবং জাফর নামে দুই মুসলিম যুবককে আল-কায়েদার সদস্য বলে গ্রেফতার করে স্থানীয় মুসলমানদের মধ্যে ভয়-ভীতি সৃষ্টির চেষ্টা হয়েছে যেরকম আজমগড়ে করা হয়েছিল। এ ঘটনার পরে রিহাই মঞ্চ সম্ভলে গিয়ে গোয়েন্দা এবং নিরাপত্তা এজেন্সির ষড়যন্ত্রকে প্রকাশ করে দিয়েছে।’


অনিল যাদব বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার নামে এবং কখনো নির্বাচনে সাম্প্রদায়িক মেরুকরণের জন্য নিরাপরাধ মুসলিম যুবকদের আল-কায়েদা কিংবা আইএসআইএল’র নামে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আবার কখনো সমাজবাদী পার্টি-বিজেপি সাম্প্রদায়িক যোগসূত্রে নির্বাচনে মেরুকরণ সৃষ্টি, কখনো মুজাফফর নগর আবার কখনো দাদরিতে আখলাখ হত্যা হয়েছে। এসব নোংরা রাজনীতিকে প্রকাশ করে দেবে ‘জন বিকল্প মার্চ’।’ এ নিয়ে রিহাই মঞ্চের নেতা শাহনওয়াজ আলম এবং ইনসাফ অভিযানের রাজ্য ভাইস-প্রেসিডেন্ট সেলিম বেগ মুরাদাবাদ, সম্ভল, অমরোহা, রামপুরসহ পশ্চিম উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় জনসংযোগ এবং বৈঠক করেছেন বলেও তিনি জানান।

রিহাই মঞ্চের নেতা অনিল যাদব বলেন, ‘সন্ত্রাসবাদের নামে গ্রেফতার হওয়া নিরাপরাধ মুসলিম যুবকদের মুক্তি দেয়ার প্রতিশ্রুতি পালন করে নি সপা সরকার। রিহাই মঞ্চের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মুহাম্মদ শোয়ায়েব এবং অন্যান্য অ্যাডভোকেট বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের মুক্ত করেছেন। আজ পর্যন্ত তাদের পুনর্বাসন করা হয় নি। পুনর্বাসন করার অঙ্গীকার সত্ত্বেও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবং সপা নেতা অখিলেশ যাদব সেই প্রতিশ্রুতি রক্ষা না করে তিনিও আরএসএস মানসিকতা প্রকাশ করে নিরীহদের সন্ত্রাসীই মনে করছেন।'

এসব ঘটনা প্রকাশ করার পাশাপাশি জন বিকল্প মার্চে উত্তর প্রদেশ সরকারের উদ্দেশ্যে সন্ত্রাসবাদের নামে নিরীহ মুসলিমদের গ্রেফতার বন্ধ, মুসলিমদের ১৮ শতাংশ সংরক্ষণ দেয়ার প্রতিশ্রুতি পালন এবং সাম্প্রদায়িক সহিংসতায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি তুলে ধরা হবে বলে রিহাই মঞ্চের নেতারা জানিয়েছেন।#

রেডিও তেহরান/আব্দুল হাকিম/গাজী আবদুর রশীদ/১১

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here