কেন্দ্রীয়মন্ত্রীর উপস্থিতিতে মুসলিমদের বিরুদ্ধে হুমকি দিল উগ্র হিন্দুত্ববাদীরা - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

কেন্দ্রীয়মন্ত্রীর উপস্থিতিতে মুসলিমদের বিরুদ্ধে হুমকি দিল উগ্র হিন্দুত্ববাদীরা

কেন্দ্রীয়মন্ত্রীর উপস্থিতিতে মুসলিমদের বিরুদ্ধে হুমকি দিল উগ্র হিন্দুত্ববাদীরা

কেন্দ্রীয়মন্ত্রীর উপস্থিতিতে মুসলিমদের বিরুদ্ধে হুমকি দিল উগ্র হিন্দুত্ববাদীরা
(রেডিও তেহরান): ভারতের আগ্রায় আরএসএস-এর এক সভায় মুসলিমদের বিরুদ্ধে তীব্র বিষোদগার করে বক্তব্য রাখা হয়েছে।  (সোমবার) বিভিন্ন মিডিয়া সূত্রে প্রকাশ, রোববারের ওই সভায় মুসলিমদের উদ্দেশ্যে রাক্ষস, রাবণের বংশধরের মত শব্দ ব্যবহার করার পাশাপাশি ‘চূড়ান্ত যুদ্ধ’-র হুঁশিয়ারি দেয়া হয়েছে।

দুর্বৃত্তদের হাতে নিহত অরুণ মাথুর নামে বিশ্ব হিন্দু পরিষদের এক কর্মীর স্মরণসভাকে কেন্দ্র করে হিন্দুত্ববাদীরা নানাভাবে মুসলিমদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন। এখানে বিভিন্ন ধরণের উত্তেজক স্লোগানও দেয়া হয়।

এই সভায় একের পর এক বক্তা অরুণ হত্যার ‘বদলা’ নেয়া এবং ‘রাক্ষসদের ধ্বংস’ করার কথা ব্যক্ত করেন। আগামী বছরে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি বিধায়ক জগন প্রসাদ সব রকম প্রস্তুতি গ্রহণ করার আবেদন জানান। তার বক্তব্যে গুলি, রাইফেল, চাকু ইত্যাদি প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, ২০১৭ সালে নির্বাচন আসন্ন, এখন থেকে আপনাদের শক্তি দেখাতে হবে।’


বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা মুজাফফর নগরের ফলাফল দেখেছেন। আগ্রাকে মুজাফফর নগরে রূপান্তর করবেন না।’

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী রামশঙ্কর কাঠেরিয়া বলেন, ‘আমাদের নিজেরদেরই স্বয়ং শক্তিশালী হতে হবে। আমাদের সংগ্রাম শুরু করতে হবে। যদি আমরা আন্দোলন শুরু না করি, তাহলে আজ অরুণকে হারিয়েছি, কাল অন্য কাউকে হারাতে হবে।’

বিজেপি সংসদ সদস্য বাবু লাল মুসলিমদের সঙ্গে খোলা লড়াইয়ের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের পরীক্ষা গ্রহণ করবেন না। আমরা সমাজের অপমান সহ্য করব না। আমরা অশান্তি চাইনা, কিন্তু যদি তোমরা হিদুদের পরীক্ষা নিতে চাও তাহলে মোকাবিলা করার তারিখ ঠিক করে নিতে হবে।’

স্থানীয় বিজেপি নেতা কুন্দনিকা শর্মা অরুণ হত্যাকারীদের বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তাদের মুণ্ডু দাবি করেন।

বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক অশোক লাবানিয়া বলেন, ‘এখন চুপ করে বসে থাকার সময় নয়। এক ভাইয়ের হত্যার প্রতিশোধে দশ রাক্ষসের হত্যা করতে হবে।’

বজরং দলের নেতা জগমোহন চাহর মুসলিমদের উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘যদি তোমরা ভারতে থাকতে চাও তাহলে রহীম এবং রহমানের মতো থাকো। যদি আকবর এবং বাবর হওয়ার চেষ্টা করো তাহলে আমরা তোমাদের বাড়ি ঘর গুঁড়িয়ে দেব। আমরা রামের বংশধর। আমরা রাবণের বংশকে ধ্বংস করে দেব।’

গত বৃহস্পতিবার অরুণ মাথুর নামে বিশ্ব হিন্দু পরিষদের এক কর্মী নিহত হয়। তিন মুসলিম যুবকের বিরুদ্ধে এ ব্যাপারে অভিযোগ উঠেছে। যদিও এখনো এটা প্রমাণিত নয় যে ওই যুবকরাই অরুণকে হত্যা করেছে।#

রেডিও তেহরান/এমএএইচ/জিএআর/২৯

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here