আরএসএস'র সভায় রাম মন্দির, বাংলাদেশ, পাকিস্তান প্রসঙ্গে আলোচনা - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

আরএসএস'র সভায় রাম মন্দির, বাংলাদেশ, পাকিস্তান প্রসঙ্গে আলোচনা

আরএসএস'র সভায় রাম মন্দির, বাংলাদেশ, পাকিস্তান প্রসঙ্গে আলোচনা


নরেন্দ্র মোদি ও মোহন ভাগবত নরেন্দ্র মোদি ও মোহন ভাগবত
 (রেডিও তেহরান): দিল্লিতে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস-এর বৈঠকে রাম মন্দির নির্মাণ এবং বাংলাদেশ ও পাকিস্তান প্রসঙ্গ উঠল।

আরএসএস এবং বিজেপি’র তিন দিনের সমন্বয় বৈঠক শেষ হয় শুক্রবার। এদিন আরএসএস নেতা দত্তাত্রেয় হোসবোলে বলেছেন, ‘আমরা রাম মন্দিরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আমরা সরকারের সময়সূচি অনুসারে এর বাস্তবায়নের জন্য অপেক্ষা করব। রাম মন্দির ইস্যু আদালতে বিচারাধীন রয়েছে, এজন্য আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেতা হবে।’   

বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদ নেতারা দাবি করেন, বিজেপি এখন ক্ষমতায় রয়েছে, তাই রাম মন্দির  নির্মাণের লক্ষ্যে সরকার নির্দিষ্ট পদক্ষেপ নিক।


আরএসএস-এর মতে, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে তাদের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। আরএসএস নেতা দত্তাত্রেয় হোসবোলে জানান, ‘ভারত সার্কের  অংশ। এর সঙ্গে সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে, তা সে পাকিস্তান হোক বা বাংলাদেশ হোক। সেখানকার লোকেরাও আমাদের ভাই। আগে নিজেদেরই অংশ ছিল তারা। সামান্য কিছু মতবিরোধ থাকলেও সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে হবে।’ 
  
শুক্রবার আরএসএস-এর বৈঠকে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তিনি একজন স্বয়ংসেবক, এজন্য তিনি গর্ববোধ  করেন। মোদি তার ১৫ মিনিটের ভাষণে সরকারের কাজকর্মের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘সরকার দেশের পরিবর্তনের জন্য কাজ করছে এবং দ্রুত এর ফলাফল পাওয়া যাবে।’ আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, সরকার ভালো কাজ করছে এবং ভবিষ্যতেও আরো ভাল কাজ করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, আরএসএস মোদি সরকারকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করে কটাক্ষ করেছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিনি আরএসএস-এর নাম না করে বলেছেন, ‘মোদি দেখতে পাচ্ছেন, নন-স্টেট অ্যাক্টররা বিশাল ভূখণ্ড অধিকার করে রয়েছে। কিন্তু তিনি এটা দেখতে পাচ্ছেন না, অসহিষ্ণু নন-স্টেট অ্যাক্টররা তাকে ও তার সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।’
   
আরএসএস নেতা দত্তাত্রেয় হোসবোলে অবশ্য বলেছেন, ‘আমরাও দেশের নাগরিক, আমাদের সংগঠন নিষিদ্ধ কিংবা বেআইনি নয়। আমাদের পূর্ণ অধিকার রয়েছে সরকারের কাজকর্ম বিশ্লেষণ করার।’

এরআগে ‘আপ’ নেতা আশুতোষ বলেছিলেন, ‘আরএসএস বিজেপি সরকারের কাজকর্ম পর্যালোচনা করতে পারে না। কারণ, রাজনৈতিক কার্যক্রমে  তারা শামিল হবে না বলে ১৯৪৯ সালে সরদার প্যাটেলকে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল। এরপরেই তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হয়।’  

আশুতোষ আরো বলেন, ‘নরেন্দ্র মোদি এবং আরএসএস-এর মধ্যে বৈঠক অত্যন্ত সন্দেহজনক। সরকার শুধুমাত্র জনগণের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ। এ ধরণের বৈঠক সাংবিধানিক ব্যবস্থা এবং সংসদীয় গণতন্ত্রের জন্য উপহাস স্বরূপ।’ 

আরএসএস এবং বিজেপি’র তিন দিনের সমন্বয় বৈঠকের প্রথম দিনেই বিজেপি প্রেসিডেন্ট থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বুধবার অমিত শাহ, অরুণ জেটলি, সুষমা স্বরাজ,  রাজনাথ সিং, নীতিন গদকড়ি, বেঙ্কইয়া নাইডু, জে পি নাড্ডা, মনোহর পার্রিকর, রামলাল, স্মৃতি ইরানী প্রমুখ উপস্থিত ছিলেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বৈঠকে উপস্থিত হয়ে সরকারের কাজকর্ম আরএসএস কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।#

রেডিও তেহরান/এমএএইচ/এআর/৫

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here