'আওয়ামী লীগই বঙ্গবন্ধু হত্যার ক্ষত্রে তরৈি করছেলি' - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

'আওয়ামী লীগই বঙ্গবন্ধু হত্যার ক্ষত্রে তরৈি করছেলি'

'আওয়ামী লীগই বঙ্গবন্ধু হত্যার ক্ষত্রে তরৈি করছেলি'

র্শীষ নউিজ, ঢাকা : ‘জাসদ বঙ্গবন্ধু হত্যার ক্ষত্রে প্রস্তুত করছে’ে-আওয়ামী লীগ নতোদরে এমন বক্তব্যরে প্রতবিাদ জানয়িছেে জাতীয় সমাজতান্ত্রকি দল (জএেসড)ি।

দলরে পক্ষ থকেে বলা হয়ছে,ে আজকে যারা বলছনে জাসদ/জএেসডি বঙ্গবন্ধু হত্যার ক্ষত্রে প্রস্তুত করছেে তাদরে দলই বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ী। বঙ্গবন্ধুর পর তাদরে দলইে খুনী মোস্তাকরে নতেৃত্বে সরকার গঠন করছে।ে কারাগারে জাতীয় চার নতোকওে হত্যা করা হয়ছে।ে তখন একমাত্র জাসদ/জএেসডি খুনী মোস্তাকরে ফাঁসরি দাবি করছেলি।

বুধবার দুপুরে রাজধানীর  সগেুনবাগচিায় ঢাকা রপিোর্টাস ইউনটিরি মলিনায়তনে এক সংবাদ সম্মলেনে লখিতি বক্তব্যে জএেসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আব্দুল মালকে এসব কথা বলনে।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নয়িে জাসদ’কে জড়য়িে যত বর্তিক ওঠছেে তার অবস্থান পরষ্কিার করতইে এ সংবাদ সম্মলেনরে আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রকি দল (জএেসড)ি।

লখিতি বক্তব্যে আ স ম আবদুর রব বলনে, কোনো নতোকে হত্যার মাধ্যমে জএেসডি ক্ষমতার পটপরর্বিতন চায় না। গণতান্ত্রকি ধারার মাধ্যমইে ক্ষমতার পরর্বিতন চায়।

তনিি বলনে, দশের আইনশৃঙ্খলা পরস্থিতিরি ভয়ংকর অবনতি ঘটছে।ে আইনরে শাসনরে সুরক্ষা ভঙ্গেে পড়ছে।ে জনগণরে গণতন্ত্র র্চচা বন্ধ করে সরকার জঙ্গবিাদী রাষ্ট্র বানানোর রসদ জোগাচ্ছ।ে

প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রখেে আ সম আবদুর রব বলনে, কারা সশস্ত্র মুক্তযিুদ্ধরে পর ‘বপ্লিবী জাতীয় সরকার’ গঠন না করে বঙ্গবন্ধুকে দলীয় সরকার গঠনরে পরার্মশ দয়িছেলি? কারা বঙ্গবন্ধুর সঙ্গে তাজউদ্দনি আহমদেরে দূরত্ব তরৈি করছে?ে কারা বঙ্গবন্ধুকে রক্ষী বাহনিী গঠনরে পরার্মশ দয়িছেলি? রাজনতৈকি সংকটকে অতরিক্তি শক্তি প্রয়োগরে মাধ্যমে দমন করার উদ্যোগ নতিে কারা বঙ্গবন্ধুকে উৎসাহতি করছেলি? কারা বঙ্গবন্ধুকে বাকশাল করতে বাধ্য করছেলি? কারা বঙ্গবন্ধুকে আজীবন প্রসেডিন্টে আর সংসদরে ময়োদ বৃদ্ধি করার উদ্যোগ নয়িে বঙ্গবন্ধু হত্যা ত্বরান্বতি করছেলি?

আওয়ামী লীগকে আরও গভীর অর্ন্তদৃষ্টি দযিে বঙ্গবন্ধু হত্যার কারণ ও উৎস বশ্লিষেণরে আহ্বান জানান আ স ম আবদুর রব।

সংবাদ সম্মলেনরে এ সময় আরও উপস্থতি ছলিনে সনিয়ির সহ-সভাপতি সাবকে এমপি এম এ গোফরান, সাধারণ সম্পাদক আব্দুল মালকে রতন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর করমি ফারুক, মো. সরিাজ ময়িা, শহীদ উদ্দনি মাহমুদ স্বপন, আব্দুল খালকে, যুব পরষিদরে কন্দ্রেীয় সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

র্শীষ নউিজ/জএে -
'আওয়ামী লীগই বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছিল'
'আওয়ামী লীগই বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছিল' শীর্ষ নিউজ, ঢাকা : ‘জাসদ বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছে’-আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, আজকে যারা বলছেন জাসদ/জেএসডি বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছে তাদের দলই বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ী। বঙ্গবন্ধুর পর তাদের দলেই খুনী মোস্তাকের নেতৃত্বে সরকার গঠন করেছে। কারাগারে জাতীয় চার নেতাকেও হত্যা করা হয়েছে। তখন একমাত্র জাসদ/জেএসডি খুনী মোস্তাকের ফাঁসির দাবি করেছিল।

বুধবার দুপুরে রাজধানীর  সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক এসব কথা বলেন।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে জাসদ’কে জড়িয়ে যত বিতর্ক ওঠেছে তার অবস্থান পরিষ্কার করতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

লিখিত বক্তব্যে আ স ম আবদুর রব বলেন, কোনো নেতাকে হত্যার মাধ্যমে জেএসডি ক্ষমতার পটপরিবর্তন চায় না। গণতান্ত্রিক ধারার মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন চায়।

তিনি বলেন, দেশর আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়ংকর অবনতি ঘটেছে। আইনের শাসনের সুরক্ষা ভেঙ্গে পড়েছে। জনগণের গণতন্ত্র চর্চা বন্ধ করে সরকার জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর রসদ জোগাচ্ছে।

প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে আ সম আবদুর রব বলেন, কারা সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ‘বিপ্লবী জাতীয় সরকার’ গঠন না করে বঙ্গবন্ধুকে দলীয় সরকার গঠনের পরামর্শ দিয়েছিল? কারা বঙ্গবন্ধুর সঙ্গে তাজউদ্দিন আহমেদের দূরত্ব তৈরি করেছে? কারা বঙ্গবন্ধুকে রক্ষী বাহিনী গঠনের পরামর্শ দিয়েছিল? রাজনৈতিক সংকটকে অতিরিক্ত শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করার উদ্যোগ নিতে কারা বঙ্গবন্ধুকে উৎসাহিত করেছিল? কারা বঙ্গবন্ধুকে বাকশাল করতে বাধ্য করেছিল? কারা বঙ্গবন্ধুকে আজীবন প্রেসিডেন্ট আর সংসদের মেয়াদ বৃদ্ধি করার উদ্যোগ নিয়ে বঙ্গবন্ধু হত্যা ত্বরান্বিত করেছিল?

আওয়ামী লীগকে আরও গভীর অন্তর্দৃষ্টি দিযে বঙ্গবন্ধু হত্যার কারণ ও উৎস বিশ্লেষণের আহ্বান জানান আ স ম আবদুর রব।

সংবাদ সম্মেলনের এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি এম এ গোফরান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর করিম ফারুক, মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আব্দুল খালেক, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

শীর্ষ নিউজ/জেএ

৯ সেপ্টেম্বর ২০১৫
- See more at: http://www.sheershanewsbd.com/2015/09/09/95801#sthash.24lgHSYt.dpuf

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here