পাঠক ভাবনা ‘বাংলাদেশের জন্য পারফেক্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা'-http://www.dw.com - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

পাঠক ভাবনা ‘বাংলাদেশের জন্য পারফেক্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা'-http://www.dw.com

পাঠক ভাবনা

‘বাংলাদেশের জন্য পারফেক্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা'-http://www.dw.com

ব্রিটিশ জঙ্গিরা বাংলাদেশে সন্ত্রাসবাদের বিস্তারে ইন্ধন জোগাচ্ছে – গার্ডিয়ান পত্রিকার মারফত রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে সতর্ক করেছেন শেখ হাসিনা৷ আমাদের ফেসবুক পাতায় পোস্টটি দেখে পাঠকদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে৷
হাসিবুল কবির শেখের মন্তব্য: ‘‘বাংলাদেশের জন্য ‘পারফেক্ট প্রধানমন্ত্রী' শেখা হাসিনা৷'' তিনি আরো লিখেছেন, ‘‘জামায়েত এবং বিএনপি দেশে যে বিশৃঙ্খলার সৃষ্টি করছে, তা বন্ধ হওয়া উচিত৷ বিশেষ করে জামায়েত এবং শিবিরকে সারা দেশে নিষিদ্ধ করে দেওয়া উচিত৷ কারণ আমরা শান্তির পৃথিবী চাই৷''
পাঠক খান রাহাত রহমানও প্রায় একই মত পোষণ করেন৷ তবে হাসিবুল কবির শেখের মন্তব্যে পাল্টা মন্তব্য জুলফিকার আলীর৷ তাংর কথায়, ‘‘আপনি আওয়ামী লীগের একজন যুক্তিহীন সাপোর্টার৷ এমনকি আপনি কোনটা ভালো, কোনটা মন্দ – সেটা বিচারের ক্ষমতাও হারিয়ে ফেলেছেন৷''
ব্রিটিশ জঙ্গিরা বাংলাদেশে সন্ত্রাসবাদের বিস্তারে ইন্ধন জোগাচ্ছে বলে ডেভিড ক্যামেরনকে সতর্ক করে দিয়েছেন শেখ হাসিনা৷ এর উত্তরে শরীফুল ইসলাম ইমনের মন্তব্য: ‘‘আমাদের দেশের নামে এই রকম অপবাদ দিয়ে উনি কী চাচ্ছেন?''
হাসিনার সরকার আজ নিজেই জঙ্গিবাদ, উনি অপরকে জঙ্গিবাদ ইন্ধন জোগানোর কথা বলেন কী করে? – প্রশ্ন পাঠকবন্ধু শফিক রাজের৷
প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে জিনাত মহল মিশোরের মন্তব্য, ‘‘নিজ দেশকে করেছেন নিজদলীয় সন্ত্রাসীদের অভয়ারণ্য....ব্রিটেন নিয়ে না ভেবে নিজের পালিত জঙ্গিদের দমন করার চেষ্টা করুন৷''
ডয়চে ভেলের ফেসবুকবন্ধু মাহবুব আলম অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ববোধ করেন বলে জানিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী একজন সাহসী নারী৷''
সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here