আমি হব যুক্তরাষ্ট্ররে প্রথম মুসলমি প্রসেডিন্টে' : কারসনকে ইউসুফ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫

আমি হব যুক্তরাষ্ট্ররে প্রথম মুসলমি প্রসেডিন্টে' : কারসনকে ইউসুফ

আমি হব যুক্তরাষ্ট্ররে প্রথম মুসলমি প্রসেডিন্টে' : কারসনকে ইউসুফ


নয়া দগিন্ত অনলাইন




ইউসুফ দায়ুর (বাম)ে ও বনে কারসন



রপিাবলকিান প্রসেডিন্টে র্প্রাথী হতে ইচ্ছুক বনে কারসনকে ভালোই জবাব দয়িছেে ১২ বছর বয়সী ইউসুফ দায়ুর। মুসলমানরা যুক্তরাষ্ট্ররে প্রসেডিন্টে হওয়ার যোগ্য নয়, কারসনরে এমন মুসলমি-বদ্বিষেী মন্তব্যরে জবাব হসিবেে এই বালক বলছে,ে স-েই হবে যুক্তরাষ্ট্ররে প্রথম মুসলমি প্রসেডিন্টে।
গত সপ্তাহে কারসন এনবসিি মটি দ্য প্রসেে বলছেলিনে, মুসলমানদরে র্ধমবশ্বিাস র্মাকনি নীতরি সাথে সামঞ্জস্যর্পূণ না হওয়ায় তারা যুক্তরাষ্ট্ররে প্রসেডিন্টে হতে পারবে না।
মনিসেোটার ইডনে প্রাইররি ইউসুফ তার ২ মনিটি ২০ সকেন্ডেরে ভডিওি জবাবে বল,ে এটা প্রসেডিন্টে র্প্রাথী হতে ইচ্ছুক বনে কারসনরে জবাব। ইউটউিবে তার ভডিওিটি পোস্ট করছেনে তার মা।
ইউসুফ বল,ে 'ম.ি কারসন কউে যদি বলে আপনার গায়রে রঙরে জন্য আপনি প্রসেডিন্টে হতে পারবনে না তবে কী হব?ে যদি কউে বলে আপনার বংশরে কারণে আপনি প্রসেডিন্টে হতে পারবনে না তবে কী হব?ে কংিবা কউে যদি বলে আপনার র্ধমবশ্বিাসরে জন্য (যমেনটা আপনি আমার প্রতি বলছেনে) আপনি প্রসেডিন্টে হতে পারবনে না, তবে কী হব?ে'
এরপর ইউসুফ জানায়, যখন তার বয়স ছলি ২ বা ৩ বছর, তখনই সে প্রসেডিন্টে হওয়ার স্বপ্ন দখেতে শুরু করছে।ে সে জানায়, ওই সময়ই সে তার বন্ধুদরে বলত, একদনি সে প্রসেডিন্টে হব।ে
সে কারসনকে লক্ষ্ করে বল,ে 'আপনি আসলে আমার স্বপ্ন চুরমার করে দয়িছেনে। কারণ আপনি বলছেনে, কোনো মুসলমি প্রসেডিন্টে হতে পারবে না।'


এ প্রসঙ্গে ইউসুফ স্মরণ করয়িে দয়ে, অতীতে আফ্রকিান-আমরেকিানরা প্রসেডিন্টে হতে পারবে না বলে বলা হতো। অথচ র্বতমান প্রসেডিন্টে বারাক ওবামা ওই ধারণা গুড়য়িে দয়িছেনে। আর আমি প্রথম মুসলমি প্রসেডিন্টে হয়ে চলতি ধারণা গুড়য়িে দবে।

কারসনকে উদ্দশে করে ইউসুফ বল,ে আমি প্রসেডিন্টে হলে দখেবনে, আমি সবাইক,ে সব র্বণ, সব জাত,ি সব র্ধমকে সম্মান করব। আপনি খ্রস্টিান, ইহুদ,ি মুসলমি, হন্দিু, নাস্তকি কি না তা কোনো ব্যাপারই হবে না।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here