ভিক্ষা করার সাজা করাদন্ড - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

ভিক্ষা করার সাজা করাদন্ড

ভিক্ষা করার সাজা করাদন্ড

খাদেমুল মোরসালিন শাকীর,কিশোরগঞ্জ,নীলফামারী প্রতিনিধি॥ অভাবের তাড়নায় ভিক্ষা করতে গিয়ে দু’ ভিক্ষুকের ১ মাসের করে বিনাশ্রম করাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে, রবিবার বিকালে নীলফমারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নে।
কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউপির মৃত্য তমিজ উদ্দিনের পুত্র দবির উদ্দিন (৫৫) ও একই এলাকার মৃত্যু তছির উদ্দিনের পুত্র ছাইয়েদার (৫০) ভিক্ষা করার জন্য এলাকায় বের হলে স্থানীয় লোকজন তাদের আটক করে স্থানীয় থানায় সোপর্দ করে। তাদের ভিক্ষা করা অপরাধে কিশোরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ সিদ্দিকুর রহমান এক ভ্রাম্যমান আদালতে গণউপদ্রব করার দায়ে উভয়কে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য যে, কিশোরগঞ্জ উপজেলাকে এক বৎসর আগে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষনা করা হয়েছে। রনচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্কীকার বলেন- “তারা দু’ জনেই স্বচ্ছল। তাদের নেশা ভিক্ষা করা।

নীলফামারী সড়ক পরিবহন মালিক গ্র“পের কার্যনিবার্হী পরিষদের নির্বাচন
মিল্টনকে অভিনন্দন জানিয়েছে কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান সমিতি

খাদেমুল মোরসালিন শাকীর,কিশোরগঞ্জ,নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী সড়ক পরিবহন মালিক গ্র“পে’র কার্যনিবার্হী পরিষদের নির্বাচনে সড়ক সম্পাদক পদে ব্যাপক ভোটের ব্যবধানে রাশেদুজ্জামান মিল্টন নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জ উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতি অভিনন্দন জ্ঞাপন করেছে।
সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্টিত নির্বাচনে রাশেদুজ্জামান মিল্টন সড়ক সম্পাদক পদে চশমা মার্কা নিয়ে ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি টিউবওয়েল মার্কা নিয়ে ২১টি ভোট পান। মিল্টন নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ফজলার রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, মিল্টন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলামের পুত্র।


বিষধর সাপের কামড়ে ছাত্রের মৃত্যু

খাদেমুল মোরসালিন শাকীর,কিশোরগঞ্জ,নীলফামারী প্রতিনিধি॥ মাছ মারতে গিয়ে বিষধর সাপের কামড়ে মারা গেছে দাখিল পরীক্ষার্থী বিপ্লব (১৬) । ঘটনাটি ঘটেছে, সোমবার ভোরবেলা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউপির শিকদারপাড়া গ্রামে।
নীলফামারীর কিমোরগঞ্জ উপজেলার মাগুড়া দোলাপাড়া আলিম মাদ্রাসার ছাত্র ও দাখিল পরীক্ষার্থী মোঃ বিপ্লব (১৬) তার গ্রামের বাড়ী শিকদারপাড়ায় ধান ক্ষেতে মাছ ধরতে গেলে একটি বিষধর সাপ কামড় দেয়। স্থানীয় কবিরাজের শরণাপন্য হলে অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সে মৃত্যুর কোলে ঢলে পরে। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে রংপুর কোতায়ালী থানায় ইউডি মামলা হয়েছে।
কশোরগঞ্জে অবৈধ ভাবে ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনের চেষ্ঠা ॥ অবৈধ চালান ফরম দিয়ে চলছে চাদা আদায়
 কিশোরগঞ্জ,নীলফামারী প্রতিনিধি>> কিশোরগঞ্জে শাখা অফিস’র কমিটি থাকার পরও আরেকটি অফিস তৈরী করে অবৈধ ভাবে কমিটি গটনের চেষ্ঠা করছে একটি মহল।
উপজেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি রশিদুল ইসলাম জানান, কিশোরগঞ্জ উপজেলায় একটি নির্বাচনী কমিটি থাকার পরও কিছু অসাধু চক্রের লোকজন সাধারণ ব্যবসায়ীদেরকে ডেকে নিয়ে শ্রমিক ইউনিয়নের সদস্য সাজিয়ে অবৈধ ভাবে কমিটি গঠনের পায়তারা করছে এবং অবৈধ ভাবে চালান ফরম তৈরী করে ট্রাকের ড্রাইভারদের কাছ থেকে জোড় জুলুম করে চাদা আদায় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার চেষ্ঠা করছে। অপর দিকে সাধারণ ব্যবসায়ীদেরকে ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সদস্য করার নামে কিছু সরলমনা লোকদেরকে লোভ দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে শ্রমিক ইউনিয়নের সদস্য ইলিয়াছ আলী। বর্তমান নির্বাচিত শ্রমিক ইউনিয়নের কমিটির মেয়াদ থাকায় এবং একই রেজিষ্ট্রেশনের নামে নতুন অফিস কিশোরগঞ্জে উদ্বোধন করার চেষ্ঠা অব্যাহত থাকায় যে কোন মুহুতে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হতে পারে বলে জানান সভাপতি রশিদুল ইসলাম। নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাকের ড্রাইভার জানান,আমাদের কাছে অবৈধ ভাবে ভূয়া চালান দিয়ে টাকা নিলেও আসল চালান বা নকল চালান কোনটি তা আমাদের চেনার উপায় নেই।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here