বাবা-মেয়ের ‘সেল্ফি' নিয়ে টুইটারে ঝড় - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৫ জুলাই, ২০১৫

বাবা-মেয়ের ‘সেল্ফি' নিয়ে টুইটারে ঝড়

বাবা-মেয়ের ‘সেল্ফি' নিয়ে টুইটারে ঝড়-dw.de

ভারতে কন্যা সন্তানের অনুপাত যেভাবে কমছে, তা বিপরীতমুখী করতে আর মেয়েদের পড়াশোনার প্রতি নজর দিতে আবেদন জানিয়েছেন নরেন্দ্র মোদী৷ বলেছেন বাবা-মেয়ের সেল্ফি তুলতে৷ ওদিকে হালের এক সমীক্ষা তুলে ধরেছে কঠিন সত্য৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘মন কি বাত' বেতার ভাষণে দেশের কন্যা সন্তানদের সার্বিক বিকাশে দিল্লির লাগোয়া রাজ্য হরিয়ানার বিবিপুর গ্রামকে মডেল হিসেবে বেছে নিয়েছেন৷ ডাক দিয়েছেন বাবা-মেয়ের সেল্ফি বা নিজস্বী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে পোস্ট করার জন্য৷ দেশবাসীর প্রতি এই আবেদন জানাবার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দেশে-বিদেশে প্রায় ৬০ হাজারেরও বেশি সেল্ফি পোস্ট করা হয়েছে৷ তার মধ্যে সেরা তিনটি সেল্ফিকে পুরস্কৃতও করা হয়েছে ট্রফি, সার্টিফিকেট আর নগদ টাকা দিয়ে৷ বলা বাহুল্য, এভাবে বিপুল সাড়া পাওয়ায় খোদ প্রধানমন্ত্রী আপ্লুত৷ এবার মায়েরাও নাকি এতে সামিল হবেন, জানিয়েছেন তিনি৷

কী এই বিবিপুর মডেল?
কন্যাভ্রুণ হত্যার শীর্ষে থাকা হরিয়ানা রাজ্যের বিবিপুরে গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনীল জগন সামাজিক এই নির্যাতনের ধারা বিপরীতমুখী করতে নিজের মেয়ের সঙ্গে সেল্ফি তুলে টুইটারে পোস্ট করেছিলেন গত ৯ই জুন, যা সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে৷ এরপর নিজের মাসিক ‘মন কি বাত' বেতার ভাষণে সেই প্রসঙ্গ টেনে এই সামাজিক কর্মসূচিকে এক গণআন্দোলন হিসেবে গোটা দেশে ছড়িয়ে দেবার কথা বলেন মোদী৷ পাশাপাশি বিবিপুর মডেলকে সামনে রেখে নারীদের আর্থ-সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে আগামী রাখি-বন্ধন উপলক্ষ্যে ন্যূনতম ১২ টাকা প্রিমিয়াম দিয়ে মেয়েদের সুরক্ষা বিমা কর্মসূচিরও উল্লেখ করেন তিনি৷ এই কর্মসূচির মধ্যে রয়েছে জীবনবিমা ও দুর্ঘটনা বিমা, যার মূল কথা ‘বেটি বাঁচাও, বেটি পড়াও'৷ যেসব মেয়েরা ঘর-গৃহস্থালিতে, খেতে-খামারে দিনরাত খাটেন, তাঁদের ক্ষমতায়নেই এই কর্মসূচি বিশেষ অবদান রাখবে বলে বিশ্বাস প্রধানমন্ত্রীর৷
মোদী নিজেই সেল্ফির ভক্ত
কিন্তু অন্যান্য বিষয়ের মতো এই সামাজিক আন্দোলনকেও রাজনৈতিক রং দিয়ে বিতর্ক খাড়া করার চেষ্টা শুরু করেছে বিরোধি দলগুলি৷ কংগ্রেসের অভিযোগ, বোন-ভাইয়ের রাখি বন্ধনের সময় বোনকে এই বিমা উপহার দেবার কথা বলে প্রধানমন্ত্রী কি তাঁর কথিত বোন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, রাজস্থানের বিজেপি মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানিকে তাঁদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ থেকে আড়াল করতে চাইছেন? কারণ মাসিক ঐ ভাষণে এবার দেশের বর্তমান দুর্নীতি এবং চলতি রাজনৈতিক বিতর্ক নিয়ে একটি কথাও খরচ করেননি মোদী৷ বরং আশ্চর্যজনকভাবেই নিজ দলের বিরুদ্ধে আইপিএল ক্রিকেটসহ চলতি দুর্নীতির অভিযোগ সম্পর্কে প্রধানমন্ত্রী একেবারেই চুপ থেকেছেন৷ কেন?
‘মন কি বাত'-কে ঘিরে প্রশ্ন
আম আদমি পার্টির মতো বিরোধিদল মনে করে, সাবেক কংগ্রেস জোট সরকারের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং যেমন তাঁর সরকারের বিরুদ্ধে আনীত একাধিক দুর্নীতি কাণ্ডে নীরব থাকায় গত সংসদীয় নির্বাচনে কংগ্রেস দল নীরব হয়ে যায়, তেমনি বিজেপি প্রধানমন্ত্রী মোদী যদি গুরুতর জাতীয় ইস্যুতে নীরব থাকেন তাহলে তাঁর দলেরও একই পরিণতি হতে পারে৷ তাই আপ দলের মতে, দেশবাসীর উচিত প্রধানমন্ত্রীর এ ধরনের জনমোহিনী ডাকে সাড়া না দেয়া৷
উত্তরে অবশ্য প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘মন কি বাত' অনুষ্ঠানে জটিল কোনো রাজনৈতিক ইস্যুর পরিবর্তে তিনি হাল্কা চালে সামাজিক কর্মসূচি নিয়েই কথা বলতে বেশি ভালোবাসেন৷ এই যেমন, ২১শে জুন আন্তর্জাতিক যোগদিবস, বৃক্ষরোপন, পরিবেশ ইত্যাদি নিয়ে কথা বলেছেন তিনি৷ তবে দিল্লির রাজনৈতিক মহল মনে করে, এ কথা বলেই মোদী পার পাবেন না৷
মেয়েরা এখনও পিছিয়ে...
ওদিকে হালের রাষ্ট্রীয় স্বাক্ষরতা সমীক্ষা তুলে ধরেছে এক কঠিন বাস্ত সত্য৷ ফলাফল যা দাঁড়িয়েছে, তা হলো – ৮৩ শতাংশ পুরুষের অনুপাতে মাত্র ৬৭ শতাংশ নারী স্বাক্ষর ভারতে৷ অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যকার অন্তর প্রায় ১৬ শতাংশের৷ তাই আসন্ন সংসদীয় অধিবেশনে আবারও যে ঝড় উঠবে, তার অশনিসংকেত হয়ত ইতিমধ্যেই স্পষ্ট৷

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here