কিছু হারাম জিনিস - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২ এপ্রিল, ২০১৭

কিছু হারাম জিনিস

কিছু হারাম জিনিস

আমাদের মালিক সূরা আল মায়েদার মধ্যে কিছু জিনিস কে হারাম বলে ঘোষনা দিয়েছেন আমি তার কথা গুলো পাঠকদের জন্য তুলে ধরলাম। আমার মনে হয় প্রত্যেক আতœসর্মপর্ণ কারীদেরকে হারাম     জিনিস গুলোর ব্যাপারে জানা উচিত-১. হে ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ওয়াদাসমূহ পূরণ করো (মনে রেখো); তোমাদের জন্যে চার পা’বিশিষ্ট পোষা জন্তু হালাল করা হয়েছে, তবে সেসব জন্তু ছাড়া , যা ( বিবরণসহ একটু পরেই) তোমাদের পড়ে শোনানো হচ্ছে, এহরাম(বাঁধা) অবস্থায় কিন্তু ( এসব হালাল জন্তু) শিকার করা বৈধ মনে করো না; (হাঁ) আলøাহ তায়ালা যা চান সে আদেশই তিনি জারি করেন। ২ হে ঈমানদার বান্দারা , তোমরা আলøাহ তায়ালার নিদর্শনসমসূহের অসম্মান করো না, সম্মানিত মাসগুলোকেও (যুদ্ধ-বিগ্রহের জন্যে) কখনো হালাল বানিয়ে নিয়ো না, (আলøাহর নামে) উৎসর্গীকৃত জন্তুসমূহ ও যেসব জন্তুর গলায় ( উৎসর্গের দাগ হিসাবে) পট্রি বেঁধে দেয়া হয়েছে, যারা আলøাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের  লÿ্যে আলøাহর পবিত্র (কাবা) ঘরের দিকে রওনা দিয়েছে( তাদের তোমরা অসম্মান করো না) , তোমরা যখন এহরামমুক্ত হবে তখন তোমরা শিকার করতে পারো, (বিশেষ) কোনো একটি সম্প্রদায়ের বিদ্বেষ, (এমন বিদ্বেষ যার কারণে) তারা তোমাদের আলøাহ তায়ালার পবিত্র মাসজিদে আসার পথ বন্ধ করে দিয়েছিলো, যেন তোমাদের  (কোনো রকম) সীমালংঘন করতে প্ররোচিত না করে, তোমরা ( শুধু) নেক কাজ ও তাকওয়ার ব্যাপারেই একে অপরের সহযোগিতা করো, পাপ ও বাড়াবাড়ির কাজে (কখনো) একে অপরের সহযোগিতা করো না, সর্বাবস্থায়ই আলøাহ তায়ালাকে ভয় করো,

কেননা আলøাহ তায়ালা ( পাপের ) দন্ডদানের ব্যাপারে অত্যন্ত কঠোর ! ৩. মৃত জন্ত,রক্ত,শুয়োরের গোশত ও যে জন্তু আলøাহ তায়ালা ছাড়া অন্য কারো নামে যবাই ( কিংবা উৎসর্গ) করা হয়েছে, (তা সবই) তোমাদের ওপর হারাম করা হয়েছে, শ্বাসরুদ্ধ হয়ে মরা, আঘাত খেয়ে মরা, ওপর থেকে পড়ে মরা, শিংয়ের আঘাতে মরা, হিং¯্র জন্তুর খাওয়া জন্তুও ( তোমাদের জন্যে হারাম), তবে তোমরা তা যদি (জীবিত অবস্থায় পেয়ে) যবাই করে থাকো ( তাহলে তা হারাম নয়)। পূজার বেদীতে বলি দেয়া জন্তুও হারাম,(লটারী কিংবা) জুয়ার তীর নিÿেপ করে ভাগ্য নির্ণয় করা (হারাম) , এর সব কয়টাই হচ্ছে বড়ো ( বড়ো) গুনাহের কাজ , আজ কাফেররা তোমাদের দ্বীন ( নির্মূল করা) সম্পর্কে হতাশ হয়ে পড়েছে, সুতরাং তোমরা তাদের ভয় করো না,বরং আমাকেই ভয় করো; আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের ওপর আমার (প্রতিশ্রæত) নেয়ামতও আমি পূর্ণ করে দিলাম, তোমাদের জন্যে জীবনের ব্যবস্থা হিসাবে আমি ইসলামকে মনোনীত করলাম; (হারামের ব্যাপারে মনে রেখো ) যদি কোন ব্যক্তি ÿুধার তাড়নায় (হারাম থেতে) বাধ্য হয়, কিন্তু (ইচ্ছা করে) সে কোনো পাপের দিকে ঝুঁকে পড়তে না চায় ( তার ব্যাপারটা আলাদা),অবশ্যই আলøাহ তায়ালা ÿমাশীল ও পরম দয়ালু।(চলবে যদি আমার মালিক চয় তাহলে)

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here