মোদিকে ঈশ্বরের সঙ্গে তুলনা করায় তীব্র সমালোচনা শিবসেনার - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

মোদিকে ঈশ্বরের সঙ্গে তুলনা করায় তীব্র সমালোচনা শিবসেনার

মোদিকে ঈশ্বরের সঙ্গে তুলনা করায় তীব্র সমালোচনা শিবসেনার

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে
http://bangla.irib.ir
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঈশ্বরের সঙ্গে তুলনা করার অভিযোগে তীব্র সমালোচনা করেছে বিজেপি’র শরিক দল ‘শিবসেনা’। বিজেপি’র সিনিয়র নেতাদের সমালোচনা করে শিবসেনা বলেছে. ভক্তগণই নেতাকে সঙ্কটের মধ্যে ফেলবে।

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী এবং সিনিয়র বিজেপি নেতা বেঙ্কইয়া নাইডু প্রধানমন্ত্রী মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছিলেন, ‘ভারতের জন্য নরেন্দ্র মোদি ঈশ্বরের উপহার’। কেন্দ্রীয় মন্ত্রী রাধামোহন সিংও এ ধরণের মন্তব্য করেন।


শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’য় বলা হয়েছে, ‘বিজেপি’র প্রবীণ নেতারা নরেন্দ্র মোদি সম্পর্কে এমন মন্তব্য করেছেন যে, তাকে ঈশ্বরের ‘অবতার’ রূপে দেখানোর চেষ্টা চলছে। তাকে যখন ‘ঈশ্বর’ রূপে দেখানো হচ্ছে, তাহলে এবার তার মন্দির তৈরি হবে, তার নামে উৎসব পালন করা হবে। অযোধ্যায় তো ‘রাম মন্দির’ তৈরি হল না। এখন ‘নয়া ভগবান’-এর নামে শ্লোক পড়া হবে।’

শিবসেনা প্রধানমন্ত্রী মোদিকে কার্যত সাবধান করে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদাহরণ টেনে ‘সামনা’য় বলেছে, ‘বিজেপির মনে রাখা উচিত তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিজ্ঞাপনের জন্য প্রচুর টাকা ব্যয় করেছিলেন। কিন্তু জরুরি অবস্থার পরে তাকে নির্বাচনে হারতে হয়েছিল।’

‘সামনা’য় আরো বলা হয়েছে, নির্বাচনের আগে কালো টাকা ফেরত আনা, মুদ্রাস্ফীতি কম করা, দুর্নীতি শেষ করার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেসবের কী হল? আমরা কি করে বলতে পারি যে, এটা মোদি সরকারের সাফল্য?

বিজেপি’র জোট শরিক শিবসেনা অবশ্য এর আগেও বিজেপি’র নানা সিদ্ধান্তের সমালোচনা করেছে। জেএনইউ ছাত্র নেতা কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনার সমালোচনা করেছিল তারা। দলের পক্ষ থেকে বলা হয় ‘কানহাইয়াদের দেশদ্রোহী তকমা দিয়ে আদতে যুবসমাজের সমর্থন হারাচ্ছে বিজেপি।’

সিনেমা হলে মোদি সরকারের উন্নয়ন নিয়ে আড়াই মিনিটের তথ্য চিত্র দেখানোর নির্দেশকেও সমালোচনা করেছে শিবসেনা। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রচার যদি করতেই হয়, শুধু মোদির কেন? দেশে আরো অনেক প্রকল্প রয়েছে, নেতা রয়েছেন, তবে তার প্রচার হোক।’

এমএএইচ/এআর/২৬

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here