জার্মানিতে কিছু ক্ষেত্রে বোরকা নিষিদ্ধ হতে পারে - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ২২ আগস্ট, ২০১৬

জার্মানিতে কিছু ক্ষেত্রে বোরকা নিষিদ্ধ হতে পারে

জার্মানি

জার্মানিতে কিছু ক্ষেত্রে বোরকা নিষিদ্ধ হতে পারে

http://www.dw.com/bn/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87/a-19487758

স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডেমেজিয়ের রাজ্য পর্যায়ের অপরাপর সিডিইউ-সিএসইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন যে, আংশিক বোরকা নিষেধের প্রচেষ্টা করা হবে, কিন্তু দ্বৈত নাগরিকত্ব থাকবে৷ বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডেমেজিয়ের রাজ্য পর্যায়ের অপরাপর সিডিইউ-সিএসইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন যে, আংশিক বোরকা নিষেধের প্রচেষ্টা করা হবে, কিন্তু দ্বৈত নাগরিকত্ব থাকবে৷
শুক্রবার অনেক রাত অবধি বৈঠক চলে৷ পরে ডেমেজিয়ের জার্মান টেলিভিশনে বলেন যে, বোরকা নিষেধ ও দ্বিবিধ নাগরিকত্বের ব্যাপারে একটি যৌথ অবস্থানে আসা সম্ভব হয়েছে৷ জনজীবনের বিশেষ কিছু ক্ষেত্রে বোরকা পরিধান নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে৷

‘‘আমরা সকলেই বোরকা প্রত্যাখ্যান করি,'' বলেন ডেমেজিয়ের, ‘‘আমাদের মুক্ত সমাজে বোরকা ঠিক খাপ খায় না৷'' দৃশ্যত বোরকা নিষেধ কিভাবে বাস্তবে বলবৎ করা হবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে৷ সিডিইউ-সিএসইউ দলের স্বরাষ্ট্রমন্ত্রীরা এ-বিষয়ে একমত যে, ‘‘সমাজজীবনে যেখানে মুখাবয়ব প্রদর্শন করা প্রয়োজন, সেখানে মুখ না ঢাকা বাধ্যতামূলক করে আইন প্রণয়ন করা হবে৷' গাড়ি চালানোর সময়, সরকারি কার্যালয়ে যাবার সময়, স্কুল-কলেজে-বিশ্ববিদ্যালয়ে, সরকারি চাকুরিতে বা আদালতে মুখ ঢাকা নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে, বলে ডেমেজিয়ের জানান৷ দৃশ্যত জোট সহযোগী এসপিডি দল অথবা জার্মান সংসদের উচ্চকক্ষ বুন্ডেসরাটেও এ বিষয়ে ঐকমত্যের সম্ভাবনা আছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বাস৷
‘ঢালাওভাবে দ্বিবিধ নাগরিকত্ব নয়, ব্যতিক্রম হিসেবে'
দ্বিবিধ বা দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে আইনগত পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে ডেমেজিয়ের জানান৷ যেসব বিদেশি বা বহিরাগতদের সন্তান জার্মানিতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তাদের বাবা-মায়ের আজও বিদেশি নাগরিকত্ব রয়েছে, তারা পূর্বাপর দ্বিবিধ নাগরিকত্বের সুযোগ পাবেন৷ কিন্তু তারপরের প্রজন্ম আর এই সুযোগ পাবে না৷ বংশানুক্রমে দ্বিবিধ নাগরিকত্ব চলতে দেওয়া হবে না৷
বাভারিয়ায় সর্বাধুনিক সন্ত্রাসী আক্রমণের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিতে পুলিশ ও নিরাপত্তা বিভাগের কর্মীদের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেন৷ এছাড়া নিরাপত্তা সংক্রান্ত আইন আরো কড়া করার কথা ভাবা হচ্ছে; বিদেশি-বহিরাগত ও উদ্বাস্তুদের ক্ষেত্রেও ক্ষেত্রবিশেষে কড়াকড়ি বাড়বে৷
‘বোরকা নিষেধ' কথাটি জার্মানির ক্ষেত্রে কতটা প্রযোজ্য, তা নিয়েও প্রশ্ন উঠতে পারে, কারণ আফগানিস্তান অথবা পাকিস্তানে যেমন চোখও জালের পিছনে ঢাকা থাকে, সে ধরনের বোরখা জার্মানিতে প্রায় চোখে পড়ে না৷ জার্মানিতে যা চোখে পড়ে তা হলো, নিকাব, যা পরলে চোখ দেখা যায়৷

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here