৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পদ স্বল্পতার কারণে যারা ক্যাডার পদে এবং নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগ পাননি তাদেরই নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির এসব পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন পিএসসি। - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পদ স্বল্পতার কারণে যারা ক্যাডার পদে এবং নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগ পাননি তাদেরই নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির এসব পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন পিএসসি।

৩৪তম বসিএিস : হাই স্কুলে শক্ষিক পদে নয়িোগ পাচ্ছনে ৪৫০


নয়া দিগন্ত অনলাইন

১৪ আগস্ট ২০১৬,রববিার, ২০:২৩ । আপডটে: ১৪ আগস্ট ২০১৬,রববিার, ২০:৩৬
৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডারে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (হাইস্কুল) সহকারী শিক্ষক নিয়োগ পাচ্ছেন ৪৫০ জন। একইসঙ্গে পরিবেশ অধিদফতরে জুনিয়র কেমিস্ট, সহকারী বায়োকেমিস্ট ও পরিদর্শক পদে ১০ জন নিয়োগ পাচ্ছেন।

এ প্রার্থীদের নিয়োগের সুপারিশ করে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সরকারি কর্মকমিশন (পিএসসি)। ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০’ এর বিধান অনুযায়ী এ নিয়োগের সুপারিশ করা হয়েছে।
( বিজ্ঞপ্তিটি দেখুন  https://drive.google.com/file/d/0B9ksDS8SM123VmJ1VTkyVkQ0Z00/view)
৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পদ স্বল্পতার কারণে যারা ক্যাডার পদে এবং নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগ পাননি তাদেরই নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির এসব পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন পিএসসি।
https://drive.google.com/file/d/0B9ksDS8SM123VmJ1VTkyVkQ0Z00/view

সহকারী শিক্ষকদের মধ্যে বাংলায় ১১ জন, ইংরেজিতে ৯৮, গণিতে ৭৩, সামাজিক বিজ্ঞানে ৪৮, ভৌত বিজ্ঞানে ৪৯, জীব বিজ্ঞানে ৫০, ব্যবসায় শিক্ষায় ৪৮, ভূগোলে ২৩, চারুকলায় এক, ইসলাম ধর্মে ২৫, কৃষি শিক্ষা বিষয়ে ২৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

এর আগে কয়েক দফা চৌত্রিশতম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করে পিএসসি। সর্বশেষ গত ১০ আগস্ট ৮৯৮ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট প্রার্থীদের মধ্যে।

গত বছরের ২৯ আগস্ট ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ৬ হাজার ৫৮৪ জন উত্তীর্ণ হন। এদের মধ্যে ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। পরে এদের নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 বিজ্ঞপ্তিটি দেখুন  https://drive.google.com/file/d/0B9ksDS8SM123VmJ1VTkyVkQ0Z00/view
পিএসসির বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here