রংপুরের ৫ জেলায় ১৪৫.১ হেক্টর ধানের জমি ব্লাস্ট রোগে আক্রান্ত - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭

রংপুরের ৫ জেলায় ১৪৫.১ হেক্টর ধানের জমি ব্লাস্ট রোগে আক্রান্ত


রংপুরের ৫ জেলায় ১৪৫.১ হেক্টর ধানের জমি ব্লাস্ট রোগে আক্রান্ত


মো: গোলাম আযম সরকার: রংপুরের ৫ জেলার বিভিন্ন গ্রামে সরকারি হিসাব অনুযায়ী ১৪৫.১ হেক্টর ধানের জমিতে এবার ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে।
স্থানীয় কৃষিবিভাগের দেওয়া মতে এবার গাইবান্ধা ৩৯.৫ হেক্টর কুড়িগ্রামে ২৪ হেক্টর, লালমনির হাটে ২২.১ হেক্টর,নিলফামারীতে ২৯.৫ হেক্টর এবং রংপুরের ৩০ হেক্টর সহ মোট ৫টি জেলায় ১৪৫.১ হেক্টর ধানের জমিতে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে।
এবার রংপুরের ৫ জেলায় বোর ধান আবাদ করা হয়েছে মোট ৫০৫৩৪৯ হেক্টর জমিতে , এর মধ্যে রংপুরে ১৩,৩০,৪০ হেক্টর,গাইবান্ধায় ১২৯৬১২ হেক্টর, কুড়িগ্রামে ১১০৫০২হেক্টর, লালমনির হাটে ৫০০৮৫হেক্টর,নীলফামারিতে ৮৪১১০ হেক্টর জমি সহ মোট ৫০৫৩৪৯ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে।
এ রোগে আক্রান্ত হওয়া সম্পকে রংপুরের পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা নয়া দিগন্ত কে বলেন, শুধু মাত্র আমার পীরগাছা উপজেলায় এবার সরকারি হিসাব মতে ১ হাজার হেক্টরজমিতে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। তিনি এসময় বলেন আমি নিজ উদ্দ্যোগে মোবাইল ফোনের মাধ্যমে কমপক্ষে ৭ হাজার কৃষককে মোবাইল ম্যাসেজ দিয়ে সর্তক করে ছিলাম , শুধু তাই নয় আমি মাইকিং করা হ্যান্ডবিলে লেখে প্রচার করা সহ বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে সর্তক করার পরেও ধান রোপন করার পরে ২ বার যদি ঔষধ দিত তাহলে এই রোগে আক্রান্ত হত না। এখন আর করার কিছুই নাই , শুরুতে ঔষধ দিলে এ রোগ থেকে রক্ষা পাওয়া যেত এখন কোন লাভ হবে না।
শনিবার রংপুরের বিভিন্ন ধান চাষির সাথে কথা বলে জানা গেছে, তাদের আবাদকৃত ধানের কোন অংশই আর ভালনেই সবগুলোই ধানের পাতান হয়ে গেছে, পীরগাছা উপজেলার পশ্চিমদেবু এলাকার শামিম , জাহিদুল ইসলাম, মহির উদ্দিন খলিলুর রহমান সাফজান হোসেন , অন্তরাম উচা পাড়া এলাকার আঃ আজিজ মিয়া সহ অনেকেই বলেন কৃষি সহকারিরা দুই টি ঔষধ লিখে দিয়েছিল আমরা তাদের দেওয়া ঔষধ দিলেও কাজের কোন কাজ হয় নাই। তারা বিষয়টি সরেজমিনে দেখার আহবান জানান।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here